alexa

Carrer tips

মোঃ আরিফুল হাসান (পল্লব),

কর্মক্ষেত্রে “না” বলতে শিখুন

কর্মক্ষেত্রে “না” বলতে শিখুন

সময়মত অফিস আসলেন, কম্পিউটার খুললেন, সারাদিনের কাজ ঠিক করলেন, বুঝা যাচ্ছে, আজকের সব কাজ আজই সম্পন্ন করা যাবে, একটি ভাল দিন যাবে, নিজেরই ভাল লাগছে। হটাত একজন আপনাকে তার কাজ করে দিতে বলল, কি করবেন? সাধারণ উত্তর, “না” বলবেন।

না বলা কেন ভালঃ

  • কাজ শিখতে সুবিধা হবে
  • আপনি আপনার কাজ আপনার ডেডলাইনের আগে শেষ করতে পারবেন
  • কনফিডেন্স বাড়বে
  • আপনার কাজের স্ট্রেস কমবে
  • রাগ জমে থাকবেনা

কখন না করবেনঃ

না বলার আগে ভেবে নিন, না বললে তার প্রভাব কি হতে পারে? না বলুন

  • যখন আপনার কাজে সমস্যা হবে
  • যা করতে বলা হচ্ছে তা করতে আপনি পারদর্শী না হলে
  • যদি আপনি এ ধরনের কাজ না করেন
  • যদি আপনার নিজেরই অনেক কাজ থাকে

কিভাবে না বলবেন?

  • না বলুন, সম্ভব হলে বিকল্প উপায় সাজেস্ট করুন
  • দুঃখ প্রকাশ করুন এবং পরবর্তীতে সাহায্য করার প্রতিশ্রুতি দিন
  • এমন কোন উত্তর আগে থেকে প্রস্তুত রাখুন, যেন সরাসরি না বলতে না হয়, যেমন “ আজ আমার সারাদিনের কাজের প্লান রেডি”
  • সিদ্ধান্তে অটল থাকুন, একবার না বলে একটুতেই হ্যা বলে দিবেন না।

সবাইকে কখনই একসাথে ইম্প্রেস করতে পারবেন না। মনে রাখবেন, আপনি আইস্ক্রিম বিক্রেতা নন। না বলা হয়ত সাময়িক অসুবিধা সৃষ্টি করবে, কিন্তু দিন শেষে কিন্তু আপনার বা আপনার কলিগ এর জন্য ভাল কিছুই বয়ে আনবে।

 

মোঃ আরিফুল হাসান (পল্লব)

সিনিয়র এইচ আর এক্সিকিউটিভ, এ সি আই লিমিটেড